হবিবপুর: দোলমালপুর এলাকায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূ,রেফার মালদা হাসপাতালে
এক গৃহবধূ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে, পরিবারের লোক প্রথমে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসক,ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার দোলমালপুর এলাকায, তবে কি কারণে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তা পরিবারের লোক জানাতে পারেননি।