গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের পড়াশিয়াতে গত বর্ষায় ভেঙে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন ব্লকের জয়েন্ট বিডিও ও পূর্ত কর্মাধ্যক্ষ
গত বর্ষায় ভেঙ্গে যাওয়া রাস্তার অংশ সারাইয়ের উদ্যোগ নিল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসন। ব্লকের ছাতিনাশোল থেকে আলমপুর যাওয়ার রাস্তার মাঝখানে পড়াশিয়া এলাকায় রাস্তার ভেঙ্গে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন গোপীবল্লভপুর ১ ব্লকের জয়েন্ট বিডিও নাজমুল হক, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ।এদিন জাগায় পরিদর্শন করে দ্রুত মেরামতের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান পূর্ত কর্মাধ্যক্ষ।