কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জে লক্ষ্মীনারায়ণ পুজোর প্রস্তুতি ভান্ডার গ্রামে
জমি চাষের সময় লাঙ্গলের ফলায় আটকে মাটি উপড়ে ওঠে কষ্টি পাথরে খোদাই করা লক্ষ্মী নারায়ণের মূর্তি। আর তারপর থেকেই কালিয়াগঞ্জের ভান্ডার এলাকার বাসিন্দারা সেই জমিতেই মন্দির তৈরি করে ঘটা করে লক্ষ্মী নারায়ণের পুজো করে আসছেন। ৩১ বছর ধরে লক্ষ্মী পুজোর সন্ধ্যায় ঘটা করে পুজো করাহয়। সপ্তাহ ব্যপী চলে বাউল উৎসব, মেলা সহ বিভিন্ন কর্মসূচি। জোর কদমে চলছে তার প্রস্তুতি।