শীতলকুচি: বটতলা সংলগ্ন রাজ্য সড়কে বাইক ও টোটোর সংঘর্ষে আহত চার জন
শনিবার শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের অন্তর্গত বটতলা এলাকায়। জানা যায় বিপরীতমুখী অটো ও বাইকের সংঘর্ষের ফলে মোট চারজন আহত হয় এদের মধ্যে দুজন গুরুতর আহত হয় বলে জানা গেছে। স্থানীয় ও পথ চলতি মানুষরা আহতদের উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে ।প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুজনের শারীরিক অবনতি হলে তাদেরকে কোচবিহারে রেফার করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাইক এবং টোটোটি কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।