জামপুইজলা: গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু! ঘটনা ডন বস্কো স্কুল সংলগ্ন সড়কে
গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক পথচারী নিরজিৎ দেববর্মা৩৬।ঘটনা বৃহস্পতিবার সাত সকালে বিশ্রামগঞ্জ মেলাঘর সড়কের ২ নং ডন বসকো স্কুলের সামনে। ঘটনাস্থলেই নিরজিৎ দেববর্মার মাথার মগজ বের হয়ে যায়। একেবারে শেষ নিশ্বাস নিচ্ছে সে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী তাকে বিশ্রামগঞ্জ হাসপাতাল নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে রেফার করে দেওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে