খড়গ্রাম: খড়গ্রামে মোটরবাইক আরোহী তিন জনের মৃত্যু
<nis:link nis:type=tag nis:id=breking nis:value=breking nis:enabled=true nis:link/>
খড়গ্রামে মোটরবাইক আরোহী তিন জনের মৃত্যু মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। মৃত তিন জন আসলাম শেখ (২৬), ঈদ মহম্মদ (২০) ও আকাশ শেখ (১৬)। মৃত মোটরবাইক আরোহী ওই তিন জনের বাড়ি খড়গ্রাম থানার জটারপুর গ্রামে। সোমবার সন্ধ্যায় মোটরবাইক চালিয়ে যাওয়ার সময়ে খড়গ্রাম থানার কাপাসডাঙা মোড়ের কাছে কোনও ভাবে দুর্ঘটনা ঘটে। একটি বাইকে থাকা ওই তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার বলেন, 'কী ভাবে ওই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। কারণ ঘটনার কোন