আলিপুরদুয়ার ২: মালদা থেকে উদ্ধার নাবালিকা কন্যা শেষ পরিস্থিতি জানলে অবাক হয়ে যাবেন
মালদা থেকে এক নাবালিকা কে উদ্ধার করে আনলো ভাটিবাড়ী ফাঁড়ির পুলিশ এমনটাই জানা গেছে রবিবার রাত ৭টা নাগাদ।শামুকতলা থানা এলাকার এক নাবালিকা যার বয়স ১৫ বছর ৭ মাস বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।তার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজের অভিযোগ দায়ের হয়।অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে।ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে কারো হাত ধরে রওনা দেয় ওই নাবালিকা। মালদায় জিআরপির সঙ্গে যোগাযোগ করে ভাটিবাড়ী পুলিশ। জিআরপি নাবালিকাকে ট্রেন থেকে উদ্ধার করে তাকে।