পুরুলিয়া ২: ভারত সেবাশ্রম সংঘের রায়গঞ্জ শাখার উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠানে নানাবিধ কর্মসূচির আয়োজন পুরুলিয়া ২ ব্লকের কুস্তাউরে
ভারত সেবাশ্রম সংঘের রায়গঞ্জ শাখার উদ্যোগে আজ দিনভর ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলো পুরুলিয়া দু নম্বর ব্লকের কুস্তাউর গ্রামে । ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে নরনারায়ণ সেবা, দুঃস্থ মানুষদের বস্ত্র ও শীত নিবারণের বেডশীট বিতরণ, মঙ্গল কলসযাত্রা প্রভৃতি কর্মসূচির আয়োজন করা হয় ।