বলাগড়: রোমের ভাটিকান সিটির আদলে তৈরি জিরাটের কালিয়াঘর পূর্ব পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মন্ডপ
রোমের ভাটিকান সিটির আদলে তৈরি জিরাটের কালিয়াঘর পূর্ব পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মন্ডপ। আজ বুধবার মহা নবমীর বিকাল চারটে নাগাদ এই পূজা কমিটির কার্যকর্তারা জানান এবছর তাদের দুর্গাপুজো ষাট তম বর্ষে পদার্পণ করেছে। এই ৬০ তম বর্ষে তারা রোমের ভার্টিকান সিটির আদলে তৈরি করেছে তাদের পূজা মন্ডপ। মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা ও আলোকসজ্জায় চোখ ধাঁধ আছে দর্শনার্থীদের মূলত বাসপ্লাই কাপড় ফাইবার এই সমস্ত উপাদান দিয়েই তৈরি হয়েছে,,