মন্তেশ্বর: কুসুমগ্রামে ট্র্যাক্টর থেকে পরে গিয়ে মর্মান্তিক মৃত্যু
সোমবার বেলা ১১-৩০ নাগাদ রাইস মিলে ধান খালি করে ট্র্যাক্টর নিয়ে বাড়ি ফিরছিলো ট্র্যাকটর চালক হাবল মল্লিক। ফেরার পথে কুসুমগ্রাম ডাক বাংলো মোড়ে কালিতলার কাছে হাম্পে নিয়ন্ত্রণ হারিয়ে নিজের ট্র্যাকটর থেকে পরে চাকায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করে।মৃতের নাম হাবল মল্লিক। বয়স আনুমানিক ৩৮ বছর।