করিমপুরের নতুন IC কে সংবর্ধনা তৃণমূলের কর্মী সমর্থকদের, নদীয়ার করিমপুরের নতুন IC হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রশান্ত কীর্তনীয়া আর শনিবার তৃণমূলের তরফে নতুন IC প্রশান্ত কীর্তনীয়াকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় আর শনিবার দুপুর ৩ টে নাগাদ এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়।