তুফানগঞ্জ ১: SIR বিভ্রান্তিতে বালাভুত GP র ১৭ নম্বর ছিট তিলাই এর বাসিন্দারা মহকুমা শাসকের দ্বারস্থ
শুক্রবার বালাভুত গ্রাম পঞ্চায়েতের অধীনে ১৭ নম্বর ছিট তিলাই এর বাসিন্দারা মহকুমা শাসকের দারস্ত হন। উল্লেখ্য ২০১৫ সালে ভারত বাংলাদেশ সিট মহল বিনিময় চুক্তিতে তিনটি পরিবার ভারতের অন্তর্ভুক্ত সিট তিলাইয়ে বসবাস শুরু করে। কিন্তু বর্তমানে এস আই আর শুরু হওয়ায় তারা বিএলও কাছে কোন ফর্ম নেন নি। তাদের দাবি তারা কিছুই দেখাতে পারবেন না।