ইংরেজবাজার: গতকালের পর আজও রামকৃষ্ণ মিশন ঘাট মহানন্দা নদীতে চলল কালী প্রতিমা বিসর্জন পালা
কালীপুজো শেষে শুরু বিসর্জনের পালা। বুধবারের পর বৃহস্পতিবারও মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট মহানন্দা নদীতে চলে প্রতিমা নিরঞ্জনের পালা। এদিন বিকেল ৪ টা নাগাদএদিন বেশ কয়েকটি কালী প্রতিমা নিরঞ্জন করা হয় মহানন্দা নদীতে। ইংরেজবাজার পৌরসভার কর্মীরাই প্রতিমা নিরঞ্জন করেন মহানন্দা নদীতে।