জলপাইগুড়ি: আগামীকাল আসবেন মুখ্যমন্ত্রী, বন্য পরিস্থিতি দেখতে এসে জলপাইগুড়িতে জানালেন প্রাক্তন মন্ত্রী ও মেয়র গৌতম দেব
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সন্ধ্যায় জলপাইগুড়িতে পৌঁছালেন প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি জলপাইগুড়ি জেলার একাধিক বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। গৌতম দেব আরও বলেন, “মুখ্যমন্ত্রী নিজে খুব শিগগিরই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে আসবেন।” উল্লেখ্য, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় সব নদীতেই এখন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোথাও বাড়িঘর জলমগ্ন, আবার কোথা