বহরমপুর: ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ভিজলেন্স অ্যাওয়ার্নাস উইক 2025 পালন
প্রতি বছর এর ন্যায় এবার ও ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ভিজলেন্স অ্যাওয়ার্নাস উইক 2025 পালন  সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি বহরমপুরে এই কর্মসূচির অঙ্গ হিসেবে  ব্লাড ডোনেশন ক্যাম্প, গ্রামসভা মিটিং এবং আজ বহরমপুরে অনুষ্ঠিত হয় বিশেষ পদযাত্রা, এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান, GM, মুর্শিদাবাদের রিজিওনাল ম্যানেজার সহ ব্যাংকের সর্ব স্তরের কর্মচারীরা.