ভাতার: ভাতারের বনপাস সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল, খুশির হাওয়া এলাকায়
ভাতারের বনপাস সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল। খুশির হাওয়া এলাকায়। সোমবার দুটো 30 মিনিটে বিধায়ক জানালেন সামনে বিধানসভা ভোট, কর্মীদের একসঙ্গে পথ চলতে হবে। ভাতার ব্লকের সমস্ত সমবায় সমিতির ভোট সম্পূর্ণ হয়েছে। আজ বনপাস সমবায় সমিতির ভোট ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান, ভাতার বিধানসভার সমস্ত সমবায়ের তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে।