আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ারে পুরসভার পেক্ষাগৃহে বিজয়া সম্মেলন থেকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বিজেপির:অনুষ্ঠিত হলো নৃত্য,আবৃত্তি
আগামী বিধানসভা নির্বাচনের বাকি আর কয়েক মাস। তাঁর আগেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।রবিবার আলিপুরদুয়ার শহরে পুরসভার পেক্ষাগৃহে বিজেপির আয়োজিত বিজয়া সম্মেলন থেকেই সেই বার্তা দেওয়া হলো।এদিন জেলা বিজেপির পক্ষ থেকে সেখানে বিজয়া সম্মেলন আয়োজন করা হয়েছিল।দুপুর দুটো নাগাদ বিজয়া সম্মেলন শুরু হয়।সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা।