ধূপগুড়ি: টন্ডু ও বামনডাঙ্গার বন্যাদুর্গত পরিবারের ছেলেমেয়েদের নাগরাকাটায় কালিপুজোর দর্শন করালো যুবতৃণমুল কংগ্রেস
গত ৫ অক্টোবরের কথা মনে পড়লেই এখনো ভয়ে শিউরে ওঠে নাগরাকাটার বামনডাঙা চা বাগানের টন্ডু বস্তীর আশিক ওরাওঁ, রাণি মুন্ডা, বিপ্তা মাহালির মত ক্ষুদেরা। লাগোয়া গাঠিয়া নদীর বিধ্বংসী প্লাবনে বাড়ি ঘর সব ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে ওদের। ঘটনার দু সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো থাকার ভরসা প্রশাষনের অস্থায়ী ত্রাণ শিবির কিংবা দূরের অন্য শ্রমিক মহল্লার আত্মীয় স্বজনদের বাড়ি। ট্রমার মধ্যে থাকা ওই ছেলে মেয়েদের জীবনে কিছুটা হলেও উচ্ছাস যোগাতে কালীপুজোর মন্ডপ ঘুরিয়ে দেখালেন।