সৃষ্টিশ্রী মেলার খাওয়ারের দোকানে হানা দিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক রা। শুক্রবার বিকালে মেলায় চলা বিভিন্ন খাওয়ারের দোকানে যান দপ্তরের দুই আধিকারিক। খাওয়ারের নমুনা সংগ্রহের পাশাপাশি সচেতনতা মূলক প্রচার করা হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের জেলা আধিকারিক সন্তোষ কুমার পাল বলেন, বিভিন্ন খাওয়ারের দোকানে আমাদের নিয়মিত নজরদারি চলে৷ মেলাতেও চলা দোকান গুলিতে হানা দিয়ে খাওয়ারের নমুনা সংগ্রহ করাহল।