আজ বুধবার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৭ তম জন্মদিবস। কেশপুরে পালন করা হলো দিনটি। কেশপুরে শরীর ক্ষুদিরামের জন্মদিবস উপলক্ষে dyfi কেশপুর লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্য দানের মধ্য দিয়ে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানের। এদিন বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ নেতৃত্বরা জানান, কর্মসংস্থানের প্রশ্নকে ভুলিয়ে দিয়ে ভেদাভেদ তৈরীর প্রচেষ্টাকে রুখতে রক্তদানের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন গড়ে ব্যর্থ করব।