হলদিবাড়ি: কুচলিবাড়ি সীমান্তে চুরি বাড়ায় ক্ষোভ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন গ্রামবাসী
কুচলিবাড়ি সীমান্তে সম্প্রতি চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বুধবার গভীর রাতে দেবীরডাঙ্গার পার্বতী রায় নামে এক গৃহবধূর বাড়ি থেকে একটি গোরু চুরি হয়। পার্বতী দেবী জানান, "রাতে শৌচকর্মে বেরিয়ে দেখি বাড়ির উঠোনে এক অচেনা যুবক। তারপর চিৎকার করি।" তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা বাইরে আসতেই অভিযুক্ত যুবক বাংলাদেশের দিকে পালিয়ে যায়। পরে গোয়ালঘরে গিয়ে দেখা যায়, একটি গোরু নিখোঁজ।