মাথাভাঙা ১: সর্বেশ্বর জয়দুয়ার এলাকায় বিজেপি বিধায়ক বরেন বর্মনকে বিক্ষোভের বিষয়ে অস্বীকার করেন তৃণমূলের অঞ্চল সভাপতি
ছোট শালবাড়ি সর্বেশ্বর জয়দুয়ার এলাকায় বিজেপি বিধায়ক বনেরচন্দ্র বর্মনকে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর বিষয়ে রবিবার সন্ধ্যা ছটা নাগাদ ছোটশালবাড়ি অঞ্চল তৃনমূলের সভাপতি দীপক রায় প্রামানিক বিষয়টি অস্বীকার করেছেন।। তিনি জানান বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন এখানে কোন একটি অনুষ্ঠানে এসেছিল কিন্তু সেখানে তৃণমূলের পক্ষ থেকে কোন বিক্ষোভ দেখানো হয়নি এলাকাবাসিন্দারা সেখানে বিক্ষোভ দেখিয়েছে এবং এই পাঁচ বছরে তিনি কোন কাজ করেনি তাই এই বিক্ষোভ দেখিয়েছে।