রানিনগর ২: খামার পাড়া গ্রামে ২ শিশুর ঝামেলাকে কেন্দ্র করে আহত ২ পক্ষের আহত ৮
 আটক ৩
খামার পাড়া গ্রামে ২ শিশুর ঝামেলাকে কেন্দ্র করে আহত ২ পক্ষের 5জন    জানাজায় আজ দুপুরে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার খামার পাড়া গ্রামে, ২পরিবারের শিশুর মধ্যে ঝামেলা হয় সেই ঝামেলাকে কেন্দ্র করে দুই পক্ষই রাণীনগর থানার পুলিশ কাছে লিখিত অভিযোগ ডাইয়ের করেন, তারপর সন্ধ্যা বেলায় ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে শুরু হয় আবারো মারামারি সেই মারামারিতে আহত হয় দুই পক্ষের মোট 5জন, স্থানীয় লোকজনের ততো পুরোটাই উদ্ধার করে নিয়ে আসা হয় গধনপাড়া গ্রামীণ হাসপাতালে