জামবনি: প্রদীপের গ্ৰাম জামবনির বেড়াগাড়ি, বাড়িতে বাড়িতে চলছে মাটির প্রদীপ
: জামবনির প্রদীপ গ্ৰাম বেড়াগাড়ী। কালীপুজোর আগে গ্ৰামের ঘরে ঘরে মাটির প্রদীপ গড়ার কাজ শুরু হয়ে যায়। মহিলারা ও প্রদীপ গড়ার কাজে হাত লাগান। সারাবছর ধরে গ্ৰামের বাসিন্দারা মাটির হাঁড়ি , কলসি ,ধনুচি তৈরি করে সংসার চালান। পুজোর মরশুমে রোজগার বাড়ে।