সাঁকরাইল: সাঁকরাইলে সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বিজয়া, দীপাবলি ও ছটপুজোর শুভেচ্ছা বিনিময়
বুধবার বিকেলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী ব্লক অফিসের হেডকোয়ার্টারের কমিউনিটি হলে সাঁকরাইল ব্লক কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিজয়া, দীপাবলি ও ছটপুজো উপলক্ষে এক বিশেষ শুভেচ্ছা বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দেবী দুর্গার প্রতিমার প্রতীকী ছবি প্রদর্শনের মাধ্যমে শুভেচ্ছা অনুষ্ঠান সূচনা হয়। পরে উপস্থিত সকলকে শুভ বিজয়া, দীপাবলি ও ছটপুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানো হয়।