ঝাড়গ্রাম: দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ঝাড়গ্রামের ৪টি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র গাড়ির পরিষেবা চালু হল
জঙ্গলমহলের প্রান্তিক এলাকার মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪টি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র গাড়ি উপহার দিয়েছেন ঝাড়গ্রাম জেলাকে। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে চারটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র গাড়ির উদ্বোধন করা হয়। সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, অতিরিক্ত জেলাশাসক দিলীপ মিশ্র সহ অন্যান্যরা।