রাইপুর: ভূতশহরে নতুন দিগন্ত, নাচ ও শরীরচর্চা কেন্দ্রের উদ্বোধন করলেন তালডাংরার বিধায়ক
Raipur, Bankura | Sep 17, 2025 এলাকার যুব সমাজের শিল্পচর্চা ও শারীরিক সুস্থতার বিকাশে এক নতুন দিগন্ত খুলল ভূতশহরে। বুধবার সিমলাপালের ভূতশহরে এক বেসরকারি নাচের স্কুল ও শরীরচর্চা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত হয়েছিল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে এলাকার প্রতিভাবান শিল্পীরা মুগ্ধ করেন দর্শকদের। স্থানীয় মানুষজনের বিপুল ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।