ঝালদা ১: ফসল পরিদর্শন ও কৃষি বিষয়ক আলোচনা কেন্দুয়াডীতে
ফসল পরিদর্শন ও কৃষি বিষয়ক আলোচনা কেন্দুয়াডীতে। আলপাইন সীডস প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে ফসল পরিদর্শন অনুষ্ঠিত হল ঝালদা ১ নং ব্লক এলাকায়। মঙ্গলবার দুপুর ৩ টা নাগাদ ঝালদা ১ নং ব্লকের নাওয়াডি অঞ্চলের কেন্দুয়াডিতে এটির আয়োজন হয়। এদিন আলপাইন সীডস বিক্রেতাদের নিয়ে মূলত ফসল পরিদর্শন করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই কোম্পানির ধান সম্বন্ধে ফসল পরিদর্শন করে বিক্রেতাদের অবগত করা হয়। বর্তমান আবহের সাথে তাল মিলিয়ে চলার মতো উন্নত শংকর জাত আলপাইন ৫৬৮। সকলের মতামত, এই