মেদিনীপুর: স্থায়ী শত্রু পাকিস্তানকে কাল খেলার মাঠে যোগ্য জবাব দিয়েছে ভারত, মেদিনীপুরের দাবি অধ্যাপক, শিক্ষক ও সরকারি কর্মচারীদের
কাশ্মীরের পেহেলগ্রামে জঙ্গি হামলার ঘটনার রেশ এখনও কাটেনি। ঠিক তার মধ্যেই গতকাল এশিয়া কাপে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শুরু থেকেই টানটান উত্তেজনা চললেও খেলার শেষে জয় ছিনিয়ে নেয় ভারত। ফলে দেশজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাসের ঢেউ। সীমান্তে যেমন জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চলছে, তেমনি খেলাতেও পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত।