ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হয়েছে ২০২৬। আর বছরের প্রথম দিনটি আনন্দ ও হুল্লোড়ে ভরিয়ে তুলতে চোপড়া ব্লকের দুটি প্রধান পিকনিক স্পটে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। বৃহস্পতিবার সকাল থেকেই পর্যটক ও স্থানীয় মানুষের ভিড়ে কার্যত তিল ধারণের জায়গা ছিল না হাপতিয়াগছ মহানন্দা নদীর পাড় এবং মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাউক ব্যারেজ এলাকায়। বছরের প্রথম দিনটি সপরিবারে বা বন্ধুদের সঙ্গে কাটাতে এদিন সকাল থেকেই ভিড় জমতে শুরু করে। দুপুরের পর থেকে সেই ভিড় জনসমুদ্রে পরিণত হয়। কেবল স্