কেশিয়ারি: খাজরাতে বিদ্যাসাগর দিশত বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হলো
বিদ্যাসাগর দ্বিশত বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে কেশিয়াড়ীর খাজরাতে আয়োজিত হল রক্তদান শিবির। কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও এই রক্তদান শিবির করা হয়।এটি কমিটির ষষ্ঠ তম বর্ষের রক্তদান শিবির। রবিবার এসএসসি পরীক্ষার কারণে উদ্যোক্তাদের মধ্যে অনেকেই ব্যস্ত থাকার কারণে অনেকে উপস্থিত হতে পারেননি। তবুও এদিন উৎসবের আকারে প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করেন।