হরিশ্চন্দ্রপুর ২: ইসলামপুরে দুটি বুথের মানুষের সমস্যার সমাধানের শিবিরে তড়িঘড়ি স্বয়ং পরিসেবা প্রদান করলেন তৃণমূল নেতৃত্ব
হরিশ্চন্দ্রপুর ২ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ইসলামপুরে দুটি বুথের মানুষের সমস্যার সমাধানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজিত। এই শিবির পরিদর্শন করতে পৌঁছন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান ছাড়াও দলীয় নেতৃত্বরা। মানুষের সমস্যা অভিযোগ খতিয়ে দেখার সাথে যারা সমস্যায় ছিল তাদের সমাধানের স্বয়ং ফরম ফিলাপ থেকে বিভিন্ন পরিষেবা প্রদান করেন তৃণমূলের নেতৃত্বরা। কোন মানুষই যাতে পরিষেবা থেকে বঞ্চিত না থাকে সেদিকে লক্ষ্য রেখে তৃণমূল নেতৃত্ব তৎপর।