অন্ডাল: ইসিএল জমি অধিগ্রহণ করেছে বহু বছর আগে কিন্তু আজও মেলেনি চাকরি অভিযোগে কেন্দা এরিয়া অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ
ইসিএল জমি অধিগ্রহণ করেছে বহু বছর আগে কিন্তু আজও মেলেনি চাকরি অভিযোগে কেন্দা এরিয়া অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ সোমবার দুপুর ১২ টায়। ইসিএল জমি অধিগ্রহণ করেছে ২০১৭ সালে, পরে ২০২১ সালে মেগা প্রজেক্ট এর জন্য দরুন নোটিশ জারি করা হয়, কিন্তু আজও মেলেনি চাকরি। অভিযোগে কেন্দা এরিয়া অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ এলাকার ৪০ জন জমি দাতাদের। এদিন এরিয়া অফিসের গেটের সামনে ছেলে বউ নিয়ে বিক্ষোভে সামিল হন তারা। জমিদাতা উত্তম নন্দী মোহিত ব্যানার্জি ও অমিত দাসরা জানান