বেলডাঙা ২: রেজিনগর বিধানসভার তৃণমূল বিধায়ক নেতৃত্বে বিকলনগর নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের চাঁদের হাট
রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য তথা জেলা জুড়ে শুরু হয়েছে বিজয় সম্মেলনী অনুষ্ঠান। আজ রেজিনগর বিধানসভার অন্তর্গত বিকলনগর নিম্ন বুনিয়াদি স্কুলের মাঠে আয়োজিত হয় বিজয় সম্মেলনী অনুষ্ঠানের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব। একাধিক সংস্কৃতি অনুষ্ঠান ও বহিরাগত শিল্পীদের দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হয়।