হরিণঘাটা: অস্ত্র সহ এক যুবককে বিরোহি থেকে গ্রেফতার করলো হরিনঘাটা থানার পুলিশ
অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো হরিনঘাটা থানার পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার হরিনঘাটার বিরোহি এলাকায় এক যুবককে হাতে অস্ত্র নিয়ে ঘুরতে দেখে স্থানীয় মানুষজন। পরে হরিনঘাটা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আনুমানিক বেলা 1 টা নাগাদ ওই যুবককে অস্ত্র সহ গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি স্বয়ংক্রিয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ। কোথা থেকে ওই পিস্তল কি কারণে এনে নিজের কাছে মজুত করেছে ওই যুবক তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।