বছরের শেষ দিনে ডামডোলিয়া গ্রামবাসীদের জন্য করা হলো প্রায় দেড় কোটির ঢালাই রাস্তার কাজের শিলান্যাস। বুধবার রাস্তার কাজের শিলান্যাস করলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। এদিন ডামডোলিয়া পঞ্চায়েত মোড়ে শিল্যানাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গিয়েছে, ডামডোলিয়া থেকে ডামডোলিয়া শিশু শিক্ষা কেন্দ্র পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল ছিল। ফলে প্রথশ্রী প্রকল্পের অধীনে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নোয়ন দপ্তর ঢালাই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করে।