গাজোল: CNG অটোর ও বাইক ধাক্কা লাগার জেরে মটর বাইক থাকা এক মহিলা পড়ে গিয়ে আহত হয় বলরামপুর রাজ্য সড়ক এলাকায়
Gazole, Maldah | Oct 1, 2025 সিএনজি অটো ও বাইকের সঙ্গে ধাক্কা লাগার জেরে আহত হয় এক মহিলা। এরপর আহত ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে আহত ওই মহিলার নাম ঊষা সরকার,বয়স 40,বাড়ি গাজোলের হাড়িডাঙ্গা মোল্লা দিঘী গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে গাজোল বলরামপুর রাজ্য সড়কে বুধবার বিকেল চারটে নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বলরামপুর সড়কে মোটরবাইকে গাজোলের অভিমুখে আসার সময় সিএনজি গাড়ি মোটরবাইক আরোহীকে ধাক্কা মারে তার জেরে এ