গাজোল: রানীগঞ্জ 2 নং গ্রাম পঞ্চায়েতের কালিতলা এলাকায় রকেট ক্লাবের পরিচালনায় গণেশ পূজোর আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল
Gazole, Maldah | Nov 8, 2025 মালদার গাজোলের রানীগঞ্জ 2 নং গ্রাম পঞ্চায়েতের কালিতলা এলাকায় রকেট ক্লাবের পরিচালনায়। গণেশ পূজোর আয়োজন করা হয়, শনিবার বৈকাল 3টা নাগাদ পুজোকে কেন্দ্র করে ভক্তদের উৎসাহ ছিলো চোখেতে পড়ার মতো। তাদের এই গণেশ পূজো নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুজা হয়। তাদের রকেট ক্লাবের গণেশ পূজো এবছর ১৩ তম বর্ষ অনুষ্ঠিত হয়। পুজোকে কেন্দ্র করে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে,উদ্যোক্তাদের পক্ষ থেকে। আর এই গণেশ পূজো কে কেন্দ্র করে আগা