রানিনগর ২: রানীনগর ২ নম্বর ব্লকের রাজনৈতিক অঙ্গনে ফের আস্থা পেলেন সৌমিক হোসেনের স্নেহধন্য মেহেবুব মুর্শিদ।
ব্লক সভাপতি পদে
রানীনগর ২ নম্বর ব্লকের রাজনৈতিক অঙ্গনে ফের আস্থা পেলেন সৌমিক হোসেনের স্নেহধন্য মেহেবুব মুর্শিদ। ব্লক সভাপতি পদে তাঁর নাম ঘোষণার পরেই আনন্দে ফেটে পড়ে রানীনগর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতা–কর্মীদের উচ্ছ্বাসে ভরে ওঠে পথঘাট ঠিক তেমনি আজ বিকেলে সংবর্ধনা অনুষ্ঠান রাণীনগর ২ নাম্বার পঞ্চায়েত সমিতির হল ঘরে উপস্থিত রানীনগর বিধানসভার বিধায়ক স্থানীয় তৃণমূল কর্মীরা জানান, এই জয়ের পেছনে বিধায়ক সৌমিক হোসেনের কারনে