বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৭০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার ও সরকারি নিয়ম অনুযায়ী ডিম না দেওয়ার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন উপভোক্তা ও গ্রামবাসীরা। সোমবার সিমলাপালের হেত্যাগেড়্যায় বাঁকুড়া–ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। অভিযোগ, কখনও অর্ধেক ডিম, কখনও ডিমই দেওয়া হয় না, খিচুড়ির মানও অত্যন্ত খারাপ। বহুবার জানানো সত্ত্বেও ব্যবস্থা না হওয়ায় শিশু কোলে নিয়েই বিক্ষোভে সামিল হন তাঁরা। পুলিশের আশ্বাস