তেলিয়ামুড়া: দশমিঘাট মহিলা বৃন্দদের দ্বারা আয়োজিত দুর্গাপূজার প্যান্ডেলের সামনে দশমীর রাতে মহিলা বৃন্দের সঙ্গে নাচলেন বিধায়িকা
গতকাল রাত ৯ ঘটিকায় দশমী ঘাট মহিলা বৃন্দদের দ্বারা আয়োজিত দুর্গা পূজার প্যান্ডেলের সামনে দশমীর রাতে মহিলা বৃন্দদের সঙ্গে নাচলেন বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া। বিধায়িকাকে পেয়ে খুশি মহিলা কর্মীরাও।