ফরাক্কা: ফারাক্কায় ব্যবসায়ীর আত্মহত্যা, শোকের ছায়া এলাকায়
ফারাক্কায় ব্যবসায়ীর আত্মহত্যা, শোকের ছায়া এলাকায় মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ টাউনশিপের ব্লক নম্বর ৮-এর কোয়ার্টার ফাঁসি দিয়ে আত্মহত্যা করলেন পিন্টু সরকার নামে এক ব্যবসায়ী। বয়স আনুমানিক ৪২ বছর। পেশায় তিনি স্থানীয়ভাবে “মম ব্যবসায়ী” হিসেবে পরিচিত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়িতে অশান্তি হওয়ায় বাবা ছেলেকে কিছুটা বকাঝকা করেন। এরপর রাতেই কোয়ার্টারে একা ঘুমাতে যান পিন্টু। শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।