কৃষ্ণনগর ১: গড়াইমারী এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের
বুধবার গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । বুধবার ঘটনাটি ঘটেছে করিমপুর থানার অন্তর্গত গড়াইমারী এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই যুবকের নাম শুভদীপ বিশ্বাস বয়স ১৯ বাড়ি করিমপুর থানার অন্তর্গত তারকগঞ্জ এলাকায়।