রতুয়া ১: আবার ভিন রাজ্যে মর্মান্তিক মৃত্যু, দেহ বাড়ি ফিরে আসার অপেক্ষায় বাহিরকাপ গ্রামের বাসিন্দারা
Ratua 1, Maldah | Oct 19, 2025 আবারো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো মালদার শ্রমিকের। রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বাহিরকাপ গ্রামের এক শ্রমিক তার মৃত্যু হয়েছে ব্যাঙ্গালোরে। ঘটনায় পরিবারসহ পাড়া-প্রতিবেশী শোকাহত। পরিবারের সাথে দেখা করলেন বিধায়ক সমর মুখার্জি পাশে থাকার বার্তাও রাখলে।মৃত শ্রমিকের নাম পিয়ারুল হক। প্রায় তিন মাস আগে এলাকার অন্যান্য শ্রমিকদের সাথে ব্যাঙ্গালোরে কাজ করতে চাই। বহুতল ভাঙ্গার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। গত শুক্রবার পরে মৃত্যু হয়।