মানবাজার ১: মানবাজারে পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন
মানবাজারে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিন জন।মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্গত মাধবপুর ফুটবল মাঠের সামনে মানবাজার পুঞ্চা রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা যায় পুঞ্চা দিক থেকে আসা একটি বাইকের সাথে উল্টো দিক থেকে আসা আরেকটি বাইকের সংঘর্ষ হয়।এই দুর্ঘটনায় আশিষ মহাপাত্র,অসীম মাহাপাত্র ও বাবন সর্দার আহত হয়।