কৃষ্ণনগর ২: কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের অন্তর্গত ধুবুলিয়ায় এলাকায় শুরু হলো কালী প্রতিমা বিসর্জন
মঙ্গলবার কৃষ্ণনগর দু'নম্বর ব্লকের অন্তর্গত ধুবলিয়া এলাকায় শুরু হল কালী পুজো বিসর্জন । রাজ্যের বিভিন্ন জায়গার কালী পূজার গুলির মধ্যে উল্লেখযোগ্য ধুবুলিয়া এলাকার কালীপুজো। কালী পুজো বিসর্জনকে ঘিরে যাতে কোনরকম গন্ডগোলের সৃষ্টি না হয়, প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে করা পদক্ষেপ।