জাঙ্গিপাড়া: "যে গান নিষিদ্ধ, সেই গান হোক অস্ত্র " - এই আহ্বান জানিয়ে জাঙ্গীপাড়া থানা গণসংগঠনসমূহের ডাকে সমবেত প্রতিবাদ সভা
"যে গান নিষিদ্ধ, সেই গান হোক অস্ত্র " - এই আহ্বান জানিয়ে আজ বিকাল ৫টা নাগাদ জাঙ্গীপাড়া থানা গণসংগঠনসমূহের ডাকে ইউকো ব্যাঙ্কের সামনে সমবেত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। শুরুতেই চেতনা শাখা কবিগুরুর লেখা গান ' আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ' পরিবেশন করেন। কবিতা পাঠ করেন কবি অরূপ দাস, গণ আন্দোলনের নেতৃত্ব দেবকুমার কোঙার, বিশিষ্ট শিক্ষক মৃণ্ময় দাশ। বক্তব্য রাখেন শিক্ষক আন্দোলনের নেতৃত্ব রতন সাঁতরা, পলাশ কোঙার, কৃষক আন্দোলনের নেতৃত্ব তপন রায়।