কাকদ্বীপ: বলদেব পুরের মা কালীর সংঘের এ বছর ৪০ ফুটের সংহার কালী মূর্তি
কাকদ্বীপের বলদেবপুর মা কালীর সঙ্গে এ বছর ৩৮ বছরের পদার্পণ করলো শ্রী শ্রী শ্যামা পূজো এই পুজোর বিশেষ আকর্ষণ রয়েছে ৪০ ফুটের সংহার কালী মূর্তি যা দেখার জন্য বহু দর্শনার্থীরা ভিড় জমায় এই পুজো প্যান্ডেলে।