মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের শেরপুর এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। শনিবার দুপুরে জানা গিয়েছে, শুক্রবার রাতে শহীদা খাতুনের বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা বাড়ির মূল দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর ঘরের আলমারি ও বাক্সপত্র তছনছ করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরেরা। শনিবার এই ঘটনা সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়।