ইংরেজবাজার: কাতলা পুকুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের, মৃতদেহ ময়না তদন্তের জন্য আনা হল মালদা মেডিকেল
মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরের কাতলাপুকুর গ্রামে। দুপুর একটা টা নাগাদ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন সঞ্জয় মার্ডি(২৬) ও নগেন কিস্কু(২৮) । তাঁদের বাড়ি হবিবপুরেরই শিমূলঝুড়ি এবং বানপুরে। বুলবুলচণ্ডী বাজারে মাছ বিক্রি করতেন। সকালে মাছ বিক্রি করে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সে সময় হয় দুঘর্টনা।